রাঙ্গাবালীতে ভেসে আসা টর্পেডো সরিয়ে নিয়েছে নৌ-বাহিনী

প্রথম পাতা » পটুয়াখালী » রাঙ্গাবালীতে ভেসে আসা টর্পেডো সরিয়ে নিয়েছে নৌ-বাহিনী
সোমবার ● ২৯ এপ্রিল ২০২৪


রাঙ্গাবালীতে ভেসে আসা টর্পেডো সরিয়ে নিয়েছে নৌ-বাহিনী

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর রাঙ্গাবালীর খালে ভেসে আসা টর্পেডো সরিয়ে নিয়েছে নৌ-বাহিনী। সোমবার সকালে শেরে-বাংলা নৌ-ঘাটির সদস্যরা বেশ সর্তকতার সাথে এটি খাল থেকে সরিয়ে নিয়ে যায়। এসময় কোস্টগার্ড আন্ধারমানিক জোনের সদস্যরা উপস্থিত ছিল। তবে এটি টর্পেডো কিনা, টর্পেডো হলে এটি কোন দেশের, কিভাবে এখানে ভেসে এল এবিষয়ে কোন কথা বলতে রাজি হয়নি উদ্ধারকারী নৌ-বাহিনীর সদস্যরা।

প্রায় ২৭ ফুট দৈর্ঘ্য ও ৩ ফুট প্রস্থের টর্পেডোটি রবিবার দুপুরে বঙ্গোপসাগর থেকে রাবনাবাদ চ্যানেল হয়ে রাঙ্গাবালীর মৌডুবী ইউনিয়নের মীরকান্দা গ্রামের ভাঙ্গার খালে ভেসে আসে। অচেনা এ বস্তুটি দেখে স্থানীয়দের মাঝে কৌতুহলসহ আতংক সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। কোষ্টগার্ডের সদস্যরা ছবি দেখে এটি প্রাথমিকভাবে টর্পেডো বলে জানিয়েছেন রাঙ্গাবালী থানার ওসি হেলাল উদ্দিন।

কোস্টগার্ড জানায়, টর্পেডো হচ্ছে এক ধরনের স্ব-চালিত অস্ত্র। এটি জলের নিচে বা উপরে বিস্ফোরক ওয়ারহেড বহন করে এবং লক্ষ্যবস্তুর কাছাকাছি আসার পর বিস্ফোরিত হতে পারে। সাবমেরিন কিংবা যুদ্ধ জাহাজ ধ্বংসে এটি ব্যবহার করে থাকে নৌ-বাহিনী।

 

 

 

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ২৩:৩৬:২৯ ● ৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ