নেছারাবাদে বাল্যবিয়ে পন্ড, জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে বাল্যবিয়ে পন্ড, জরিমানা
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০২৪


নেছারাবাদে বাল্যবিয়ে পন্ড, জরিমানা

নেছারাবাদ ( পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে দশম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীর (১৬) বাল্যবিয়ে বন্ধ করেছে প্রশাসন। এ ঘটনায় কনের পিতা আব্দুল কুদ্দুস মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ওই ছাত্রীর বাড়ি উপজেলার পশ্চিম সোহাগদল গ্রামে। সে সোহাগদল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে ওই ছাত্রীর বাড়িতে বাল্য বিয়ের আয়োজন চলছে এমন গোপন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মনিরুজ্জামান বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন এবং ভ্রাম্যমান আদালত বসিয়ে কনের পিতাকে বাল্য বিবাহ নিরোধ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ওই ছাত্রীর বাবা মেয়ে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত তাকে শশুর বাড়ি না পাঠাবেন না মর্মে মুচলেকা দেন। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে কাউখালী সদরের ছেলে  রিয়াদুল শেখসহ বর পক্ষ সটকে পড়েন।


আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৯:১৫ ● ২৬০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ