কাউখালীতে ৩ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে ৩ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
বুধবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৪


কাউখালীতে ৩ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে পণ্যের মান যাচাইয়ে অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়।
বুধবার(২৮ফেব্রুয়ারী)দুপুরে উপজেলার বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা নিরাপদ খাদ্য অফিসার শামীম আহমেদ। এসময় কাউখালী থানা পুলিশ তাকে সহযোগিতা করে।
জানা গেছে, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে কাউখালীর হাসপাতাল রোড, আমরাজুড়ি ফেরিঘাট এবং মহিলা কলেজ এলাকায় অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে ভাই ভাই মেডিকেল হলকে ২হাজার ৫’শত টাকা, মদিনা ডেইরি এন্ড সুইটসকে ৩হাজার টাকা, মায়ের দোয়া বেকারীকে ২হাজার ৫’শত টাকা জরিমানা করা হয়েছে ।

 

 

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:১১:১৫ ● ৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ