নেছারাবাদের সার্বজনীন পেনশন স্ক্রীমের প্রচারণা র‌্যালি

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদের সার্বজনীন পেনশন স্ক্রীমের প্রচারণা র‌্যালি
বুধবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৪


নেছারাবাদের সার্বজনীন পেনশন স্ক্রীমের প্রচারণা র‌্যালি

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নেছারাবাদে সার্বজনীন পেনশন স্ক্রীমের প্রচারণা উপলক্ষে লিফলেট বিতরণ, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি)  সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালিতে উপজেলার সরকারি কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, ইমাম সহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে ইউএনও মনিরুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন সহ বিভিন্ন সরকারি ব্যাংকের ব্যবস্থাপকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ নাথ। এসময় উপস্থিতিদের মাঝে স্ক্রীম সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৬:১৯ ● ১৪৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ