গৌরনদীতে দু’টি ক্লিনিকের একটি বন্ধ, অন্যটির জরিমানা

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে দু’টি ক্লিনিকের একটি বন্ধ, অন্যটির জরিমানা
শুক্রবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৪


গৌরনদীতে দু’টি ক্লিনিকের একটি বন্ধ, অন্যটির জরিমানা

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদীতে লাইসেন্স না থাকার দায়ে পদ্মা প্যাথলজি অ্যান্ড ডক্টরস্ চেম্বারকে ১৫ হাজার টাকা  এবং অনুমোদনের চেয়ে বেড (শয্য্)া সংখ্যা বেশী থাকার ও ফার্মাসিস্ট না থাকার দায়ে মৌরী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় পদ্মা প্যাথলজি অ্যান্ড ডক্টরস্ চেম্বার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গৌরনদী পৌরসভার গৌরনদী বাসস্ট্যান্ড -আগৈলঝাড়া সড়ক এলাকায় বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জনের প্রতিনিধি গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তৌকির আহম্মেদ, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর শঙ্কর কুমার দাস।
উপজেলা সেনেটারী ইন্সপেক্টর শঙ্কর কুমার দাস জানান, পদ্মা প্যাথলজি অ্যান্ড ডক্টরস্ চেম্বারের মালিক লাইসেন্স পাওয়ার জন্য গত ৪/৫ মাস পূর্বে স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করেছেন। বর্তমানে লাইসেন্স না থাকার  দায়ে পদ্মা প্যাথলজি অ্যান্ড ডক্টরস্ চেম্বারের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করে প্রতিষ্ঠান বন্ধ  রাখার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।  মৌরী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ২০ বেডের (শয্যা) সরকারি অনুমোদন রয়েছে। সরকারি নিয়ম নীতি উপেক্ষা করে ওই প্রতিষ্ঠানের মালিক ২৯টি বেডে (শয্যা)  রোগী  ভর্তি করে চিকিৎসা  সেবা দিয়ে আসছে। সরকারি অনুমোদনের চেয়ে বেড (শয্যা) সংখ্যা বেশী থাকার ও ফার্মাসিস্ট না থাকার দায়ে  মৌরী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ১০ হাজার টাকা জরিমানা  করেছে ভ্রাম্যমান আদালত।  ওই প্রতিষ্ঠানের অতিরিক্ত বেড (শয্যা) সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।

 

 

 

এএসআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫১:৩৬ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ