চরফ্যাশনে প্রবাসী কল্যাণ সমিতির ক্রীকেট টুর্ণামেন্ট

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে প্রবাসী কল্যাণ সমিতির ক্রীকেট টুর্ণামেন্ট
বৃহস্পতিবার ● ২৮ ডিসেম্বর ২০২৩


চরফ্যাশনে প্রবাসী কল্যাণ সমিতির ক্রীকেট টুর্ণামেন্ট

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জে ২নং ওয়ার্ডের কৃতিসন্তান জেলা প্রবাসী কল্যাণ সমিতির সহ-সভাপতি আবদুর রহিম হাজারী মাদকের পরিবর্তে এলাকার যুব সমাজকে খেলা-ধুলার ব্যবস্থা করে ভাল পথে আনার উদ্যোগ নেন। তিনি হাজারীগঞ্জে ৩টি ক্লাব করে এ সকল যুবসমাজকে ভাল পথে আনার জন্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
স্থানীয় যুবক বাবলু বলেন, আবদুর রহিম হাজারী এলাকায় শুধু ক্রীড়ার ব্যবস্থাই করেন না। তিনি অসহায় যুুবতিদের বিয়ে দিতেও সহযোগিতা, মাদ্রাসার গরীব শিক্ষার্থী পড়া-লেখার খরচ দিয়ে থাকেন।
হাজারীগঞ্জের কৃতি সন্তান ও ভোলা জেলা প্রবাসী কল্যাণ সমিতির সহ-সভাপতি আবদুর রহিম হাজারী বৃহম্পতিবার বলেন, আমি গরীব ও অসহায় মানুষের জন্যে কিছু করতে পারলেই আমার কাছে ভাল লাগে। হাজারীগঞ্জ ২নং ওয়ার্ডে আমার জন্ম। এই এলাকাকে মাদক ও অপরাধ মুক্ত করে মডেল সমাজ রূপান্তর করার চেষ্টা করছি। এতে আমি সকলের কাছে দোয়াও সহযোগিতা কামনা করি।

 

 

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৩:৫১ ● ৯৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ