গলাচিপায় সিলিং ফ্যান ছিড়ে পরে দু‌‌‌‌‌‌জন আহত

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় সিলিং ফ্যান ছিড়ে পরে দু‌‌‌‌‌‌জন আহত
সোমবার ● ২ অক্টোবর ২০২৩


গলাচিপায় সিলিং ফ্যান ছিড়ে পরে দু‌‌‌‌‌‌জন আহত

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় স্বাস্থ্য কমপ্লেক্সে অফিসে কর্মরত অবস্থায় ফ্যান ছিড়ে দুই জন গুরুতর আহত হয়েছে। সোমবার (২ অক্টোবর) সকাল ১০টায় গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনার চতুর্থ শ্রেনির আয়া ফারজানা আক্তার ও দাইনার্স নাজমা বেগম অফিসে কর্মরত অবস্থায় মাথায় ফ্যান পড়ে তারা দুই জন আহত হয়। গুরুতর আহত ফারজানা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেন।
জানা গেছে, ফারজানা আক্তার গলাচিপা পৌরসভার ৮নং ওয়ার্ডের শের-ই বাংলা রোডের মো. ফকরুল ইসলামের স্ত্রী। দাইনার্স নাজমা বেগম গলাচিপা পৌরসভার ৩ন ওয়ার্ডের মো ফোরমান তালুকদারে স্ত্রী। তারা জানায়, অফিসে কর্মরত অবস্থায় কিছু বোঝার আগেই লোহার সাথে আটকানো ফ্যানটি ছিড়ে আয়া ফারজানা আক্তার ও দাইনার্স নাজমা বেগমের মাথায় পড়ে। আয়া ফারজানা আক্তারের মাথায় পড়লে সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। আর নাজমা বেগমকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ব্যাপারে পরিবার পরিকল্পনার মেডিকেল অফিসার ডা. মু. আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন। গুরুতর আহত ফারজানা আক্তারকে বরিশাল পাঠানো হয়েছে।

 

 

 

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৪:০১ ● ৬০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ