নেছারাবাদে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মহারাজের আর্থিক সহায়তা

প্রথম পাতা » পটুয়াখালী » নেছারাবাদে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মহারাজের আর্থিক সহায়তা
সোমবার ● ২ অক্টোবর ২০২৩


নেছারাবাদে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মহারাজের আর্থিক সহায়তা

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে দুই দিনের ব্যবধানে দুটি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিয়েছেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পিরোজপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ। সোমবার (২ অক্টোবর) বিকেলে ক্ষতিগ্রস্ত এলাকা দুটি পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যাক্তিদের আর্থিক সহায়তা প্রদান করে।
এসময় মো. মহিউদ্দিন মহারাজ বলেন, অগ্নিকান্ডের ঘটনায় আমি অত্যান্ত মর্মাহত। বিপদের দিনে ধৈর্য ধরতে হবে। আমার সাধ্যমত আপনাদের কিছু আর্থিক সহায়তা দিয়েছি। ভবিষ্যতে আপনাদের পাশে থাকবো। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মাহাবুব উল্লাহ মজুমদার, স্বরূপকাঠী পৌরসভার মেয়র গোলাম কবির, স্বরূপকাঠী সদর ইউপি চেয়ারম্যান মোঃ আল আমিন পারভেজ, স্বরূপকাঠী প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ। প্রসংগত, গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে স্বরূপকাঠী-বরিশাল বাসষ্ট্যান্ড মার্কেটে সংগঠিত এক অগ্নিকান্ডে ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান এবং সোমবার (০২ অক্টোবর) রাত আনুমানিক চারটার দিকে স্বরূপকাঠি পৌর সভার ৪নং ওয়ার্ডের জগন্নাথকাঠী এলাকায় এ অগ্নিকান্ডে ৯টি বসত ঘর পুড়ে ছাই হয়।

 

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৫:১৫ ● ৪৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ