গলাচিপায় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
শনিবার ● ১২ আগস্ট ২০২৩


গলাচিপায় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে হাজী মো. লাল মিয়া চেয়ারম্যান স্মৃতি সংসদের উদ্যোগে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
শনিবার (১২ আগস্ট) সকাল ১১টায় বসুন্ধরা শুভসংঘ এর আয়োজনে ও রতনদী তালতলী ইউনিয়ন পরিষদের সহযোগিতায় উলানিয়া হাট স্কুল এন্ড কলেজ হলরুমে মো. মোস্তাফিজুর রহমান শাকিল খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল।বিশেষ অতিথি হিসেবেউপস্থিতছিলেন গলাচিপা সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষ মো. ফোরকান কবির, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. জহিরুন্নবী, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ, উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম রনো, উপজেলা আওয়ামী লীগ নেতা গাজী মেহেদী মাসুদ জুয়েল, রতনদী তালতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. গোলাম মস্তোফা খান, রতনদী তালতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউনিয়নের স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ৫৫০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ ও ৩৯ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা দেয়া হয়।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ০:১৪:৩৯ ● ১৫৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ