চরফ্যাশনে হক বেকারীর টিসিবি‘র ডিলারশীপ বাতিল

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে হক বেকারীর টিসিবি‘র ডিলারশীপ বাতিল
বুধবার ● ১৯ জুলাই ২০২৩


চরফ্যাশনে হক বেকারীর টিসিবি‘র ডিলারশীপ বাতিল

চরফ্যাশন (ভোলা)সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলার দুলারহাট মেসার্স হক বেকারী টিসিবি ডিলার মো. আলাউদ্দিনের ডিলারসীপ বাতিল করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান ৫৫৪স্মারকে তার ডিলারসীপ বাতিল করে নতুন ডিলার দেয়ার জন্যে সুপারিশ করেছেন।
জানাজায়, টিসিবির ডিলার আলাউদ্দিন তার টিসিবির ডাল ও তৈল লালমোহন নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে জিজ্ঞাসা করেন। ড্রাইভার সবুজ মাল গুলো আলাউদ্দিনের বলে জানান। তাৎক্ষণিক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমানকে অবগত করা হলে তিনি ডিলারসীপ স্বত্বধিকারকে সাময়িক বরখাস্ত করে তার পাশর্^বর্তী ডিলারকে দায়িত্ব প্রদানের সুপারিশ করেন। তার অপরাধের বিস্তারিত তদন্ত করার জন্যে অনুরোধ করা হয়।
এই ব্যপারে ডিলার আলাউদ্দিনকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য আলাউদ্দিন নীলকমল, চরকুকরি মুকরি, আবুবক্করপুর ও ঢাল চর এই ৪ ইউপিতে টিসিবির ডিলার হিসাবে মাল বিতরণ করেন।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২২:৪৯:৫০ ● ১১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ