কাউখালীতে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে পানিতে ডুবে কিশোরের মৃত্যু
মঙ্গলবার ● ৩০ মে ২০২৩


কাউখালীতে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া  গ্রামে পানিতে ডুবে মহিদুল ইসলাম (১৭) নামের এক কিশোর মারা গেছে। রবিবার(৩০ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবক মহিদুল ইসলাম মৃগী রোগী ছিলেন। তিনি একই গ্রামের তরিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, মহিদুল দুপুরে বাড়ির পাশের্^ সন্ধ্যা নদীতে নেমে গোসল করার সময় তার মৃগী রোগের প্রভাব শুরু হয়। এ সময় তিনি ওই নদীর পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা অনেক খোজাঁখুজিঁর পর তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তৌফিক হাসান সৌরভ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই কিশোর মহিদুলকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:৫৮:৩৫ ● ৯৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ