পিরোজপুরে সাকিব হত্যা মামলায় ৪জনের যাবজ্জীবন

প্রথম পাতা » পিরোজপুর » পিরোজপুরে সাকিব হত্যা মামলায় ৪জনের যাবজ্জীবন
মঙ্গলবার ● ৩০ মে ২০২৩


পিরোজপুরে সাকিব হত্যা মামলায় ৪জনের যাবজ্জীবন

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরে মাদ্রাসা ছাত্র তানভীর আহসান সাকিব (১৭) হত্যা মামলায় অভিযুক্ত চার জন আসামীকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে আদালত।   মঙ্গলবার  (৩০মে) আসামীদের উপস্থিতিতে
পিরোজপুরে জেলা ও দায়রা জজ মো: মহিদুজ্জামান এ রায় প্রদান করেন। নিহত মাদ্রাসা ছাত্র তানভীর আহসান সাকিব  জেলার সদর উপজেলার কদমতলা ইউনিয়নের কদমতলা গ্রামের মৃত আলতাফ হোসেন হাওলাদারের পুত্র।সে পিরোজপুর ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র ছিল।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন সদর উপজেলার একপাই জুজখোলা গ্রামের দুলাল মোল্লা (৩৮), একই উপজেলার কদমতলা গ্রামের শহিদুল ইসলাম (৪২), সাঈদুল ইসলাম (৩৯) ও মো. বেল্লাল শেখ (৩১)। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় সদর উপজেলার কদমতলা ইউনিয়ন পরিষদের সদস্য মো. আনিস শেখ ও কদমতলা গ্রামের হাফিজুল শেখকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মামলার বাদী পক্ষের আইনজীবী ও পিপি এ্যাডভোকেট ফারুক সরদার জানান,তানভীর আহসান পিরোজপুর ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র ছিল। ২০১৭ সালের ৬ মে রাতে তানভীর বন্ধুদের নিয়ে কয়েকটি মোটরসাইকেলে উপজেলার পোরগোলা এলাকায় ছাত্রলীগের সাংগঠনিক কাজে যায়। রাত ৯টার দিকে তানভীর দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে বাড়িতে ফেরার পথে একপাই জুজখোলা গ্রামের ধোপাবাড়ির সেতুতে হামলার শিকার হয়। এ সময় সে গুরুতর আহত হলে স্থানীয় ও তার বন্ধুরা তানভীরকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়।পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ওই রাতে খুলনা থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। খুলনা থেকে ঢাকায় নেওয়ার পথে তানভীরের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে খুলনায় ফিরিয়ে আনা হয়। ৭ মে ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।পরে ঘটনার এক দিন পর ৮ মে নিহত সাবিকের মা দেলোয়ারা বেগম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় আসামীদের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করে। পরে মামলার তদন্তকারী কর্মকতা এস আই মো: সেলিম ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারী ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট প্রদান করে। আদালতে ২৫ জন স্বাক্ষীর সাক্ষ্য শেষে আসামীদের উপস্থিতিতে আদালতের বিচারক অভিযুক্ত চার জনকে যাবজ্জীবন কারাদন্ড ও
অপর দুই আসামী আনিস শেখ ও হাফিজুল শেখকে খালাস প্রদান করেন। মামলার আসামী
পক্ষের আইনজীবী ছিলেন এ্যাডভোকেট আহসানুল কবীর বাদল।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২৩:০৫:০৪ ● ৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ