চরফ্যাশনে মোখা‘ আতংকে বিছিন্ন ৫দ্বীপের লক্ষাধিক মানুষ

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশনে মোখা‘ আতংকে বিছিন্ন ৫দ্বীপের লক্ষাধিক মানুষ
শুক্রবার ● ১২ মে ২০২৩


চরফ্যাশনে মোখা‘ আতংকে বিছিন্ন ৫দ্বীপের লক্ষাধিক মানুষ

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

ঘূর্ণিঝড় মোখার আতংকে চরফ্যাশন উপজেলার বিছিন্ন ৫টি দ্বীপের মানুষ। চারদিকে নদী অবস্থিত হওয়ায় এবং পর্যাপ্ত পরিমান আশ্রয়ন কেন্দ্র না থাকায় নারী পুরুষ ও গবাদি পশু নিয়ে আতংকিত হয়ে পড়েছে মানুষ গুলো।
বিছিন্ন দ্বীপ ঢালচর ইউপির চেয়ারম্যান আবদুস ছালাম হাওলাদার বলেন, সবচেয়ে বেশী ঝুঁকিতে রয়েছে আমার ঢালচরের মানুষ। এখানে ৯টি ওয়ার্ডে মাত্র ২টি আশ্রয়ন কেন্দ্র। এখানে প্রায় ১০টি ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্র প্রয়োজন। গরু মহিষ রাখার জন্যে নেই কোন “কিল্লা” ফলে সবাই আতংকের মধ্যে রয়েছে।
বিছিন্ন দ্বীপ গুলোহল , ঢালচর, মজিবনগর, চরপাতিলা, চরকুকরি-মুকরি ও চরনিজাম। মোট ৩টি ইউনিয়ন লোক সংখ্যায় প্রায় লক্ষাধিক। চরকুকরী মুকরি, চরপাতিলা ও চরনিজামের মানুষের ঘূর্ণিঝড়ে কোন নিরাপত্তা নেই। সকলেই আতংকিত রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান বলেন, ইতিপূর্বে আমরা মোখার মোকাবেলার জন্যে প্রস্তুতি সভা করা হয়েছে। শুকনো খাবার মজুদ রয়েছে। স্ব-স্ব ইউপি চেয়ারম্যান মেম্বার ও শিক্ষা প্রতিষ্ঠান কাম সাইক্লোন সেল্টার খোলা রাখার জন্যে প্রস্তত রয়েছে।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২২:০১:৫১ ● ৫৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ