বামনায় প্রতিবন্ধি কৃষকের ধান কেটে বাড়ী পৌছে দিল ছাত্রলীগ

প্রথম পাতা » বরগুনা » বামনায় প্রতিবন্ধি কৃষকের ধান কেটে বাড়ী পৌছে দিল ছাত্রলীগ
মঙ্গলবার ● ২ মে ২০২৩


বামনায় প্রতিবন্ধি কৃষকের ধান কেটে বাড়ী পৌছে দিল ছাত্রলীগ

বামনা ( বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার বামনা উপজেলার আমতলী গ্রামে প্রতিবন্ধী কৃষক সবুজ খানের ধানক্ষেতের পাকা ধান কেটে বাড়ীতে পৌছে দিয়েছে বামনা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার(২ মে) সকালে উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. হাসিবুর রহমানের নেতৃত্বে ওই প্রতিবন্ধী কৃষকের প্রায় ৩০ শতক জমির ধান কেটে বাড়ীতে পৌছে দিয়েছেন তারা।

এসময় বামনা উপজেলা ছাত্রলীগ, ইউনিয়ন ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের নেতারা সতঃস্ফুর্তভাবে দক্ষ কৃষকের ন্যায়ে কাচি দিয়ে ধান কাটেন এবং সেই ধান আটি বেঁধে মাথায় করে মালিকের বাড়ীতে নিয়ে যায়।

ছাত্রলীগের এমন মানবিক উদ্যোগে খুশি কৃষক সবুজ খানসহ ওই এলাকার বাসিন্দারা।

আমতলী গ্রামের বাসিন্দা জসীম মেহেদী বলেন, আমার বাড়ীর পাশেই প্রতিবন্ধী কৃষক সবুজের ৩০ শতক জমির ধান অনেক দিন ধরে পেকে গেছে। অসহায় ওই কৃষক টাকার অভাবে শ্রমিক দিয়ে ক্ষেতের ধান কাটাতে পারছিলেন না। ছাত্রলীগ তার জমির সবটুকু ধান কেটে বাড়ীতে পৌছে দেওয়ায় বিনে পয়সায় কৃষক তার ধান কাটাতে পারলো। ছাত্রলীগের এমন কমৃকান্ড অব্যাহত থাকলে দেশে একটিন সোনার বাংলাদেশ হবেই।

ধান ক্ষেতের মালিক প্রতিবন্ধী দিনমজুর সবুজ খান বলেন, আমি একটা দুর্ঘটনায় আমার হাত হারিয়েছি। আমার জমির পাকা ধান কেটে বোড়িতে পৌছে দেওয়ায় খুশি আমি।

বামনা ডিগ্রী কলেজ শাখার সভাপতি হৃদয় দাস বলেন, ‘করোনাভাইরাসের প্রকোপের সময় ছাত্রলীগের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করেছে। এবার উপকূলের বোরো ধান কেটে অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করছে। আগামীতেও ছাত্রলীগ মানবিক কাজ করবে। বামনা উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. হাসিবুর রহমান বলেন, যেকোনও প্রাকৃতিক দুর্যোগে ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে ছিলো। প্রধানমন্ত্রীর নির্দেশে তারা অসহায় মানুষের ধান কেটে দিচ্ছেন।

আগামীতেও মানুষের পাশে থেকে মানুষের সেবা করবে বামনার ছাত্রলীগ।বামনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট হারুন অর রশিদ বলেন, আওয়ামীলীগ সরকার একমাত্র সরকার যারা দেশের মানুষের কথা ভাবে তাদের পাশে থাকে। প্রধানমন্ত্রীর নির্দেশে ছাত্রলীগ সবসময়ই মানুষের কল্যানে সকলের পাশে থাকে। ধন্যবাদ উপজেলা ছাত্রলীগকে।


এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২৩:০৬:০৯ ● ৫২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ