ঢাকা বার নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন

প্রথম পাতা » সর্বশেষ » ঢাকা বার নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন
বৃহস্পতিবার ● ৭ মার্চ ২০১৯


প্রতীকী ছবি

ঢাকা সাগরকন্যা অফিস॥
এশিয়ার বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০১৯-২০২০ মেয়াদের নির্বাচনের দ্বিতীয় ও শেষ দিনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুপুরে ১ ঘন্টা বিরতি দিয়ে ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে ঘোষণা করা হবে ফলাফল। এরআগে গত ২৭ ফেব্রুয়ারি এই নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বৈরী আবহাওয়া ও ঢাকা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি থাকায় ২৮ ফেব্রুয়ারি দ্বিতীয় দিনের ভোটগ্রহণ স্থগিত করেছিল নির্বাচন কমিশন। প্রথম দিনের ভোটগহ্রণ শেষে নির্বাচন কমিশনের সভায় সর্ব সম্মতিক্রমে ২৮ ফেব্রুয়ারির ভোটগ্রহণ স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়। মঙ্গলবার কমিশন এক সভায় বৃহস্পতিবার দ্বিতীয় ও শেষ দিনের ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী বৃহস্পতিবার ভোটগ্রহণ করা হয়। এবারে ঢাকা বার-এ ভোটার হচ্ছেন ১৭ হাজার ৮৯৭ জন। এ নির্বাচনে প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা বারের সাবেক সভাপতি মোখলেছুর রহমান বাদল। বিগত বছরগুলোর মতো এবারেও সাদা প্যানেল ও নীল প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এবার মোট ২৭ পদে প্রার্থী মোট ৫৪ জন। সাদা প্যানেলে সভাপতি পদে গাজী মো. শাহ আলম এবং সম্পাদক পদে মো. আসাদুজ্জামান খান (রচি) এবং নীল প্যানেলে সভাপতি পদে মো. ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. হোসেন আলী খান হাসান প্রতিদ্বন্ধিতা করছেন।

বাংলাদেশ সময়: ১৯:১৫:১৯ ● ৪৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ