পিরোজপুরে পুলিশি বাঁধায় বিএনপির পদযাত্রা পন্ড

প্রথম পাতা » পিরোজপুর » পিরোজপুরে পুলিশি বাঁধায় বিএনপির পদযাত্রা পন্ড
শনিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৩


পিরোজপুরে পুলিশি বাঁধায় বিএনপির পদযাত্রা পন্ড

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পুলিশি বাধার মুখে পিরোজপুর জেলা বিএনপির পদযাত্রা পন্ড হয়ে গেছে। শনিবার দুপুরে জেলা বিএনপি জেলা কার্যালয় থেকে পদযাত্রা বের করলে তা পন্ড হয়ে যায়।
গ্যাস, বিদ্যুৎ, চাল ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবীতে পিরোজপুর জেলা বিএনপি’র পদযাত্রা শুরু হলে পুলিশ বাধা দেয়। পরে টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এক পথসভায় মিলিত হয় বিএনপি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন। এছাড়া জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, সদস্য আবুল কালাম আকনসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের অন্যন্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিএনপির পদযাত্রায় জেলা, পৌরসভা, বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড থেকে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শহীদ জিয়ার বিএনপি সাধারণ মানুষের অধিকার আদায়ের দল। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের কথা বলেন, সাধারণ মানুষের ভোট, খাবারের অধিকারের কথা বলেন। এজন্যই তাকে আজ কারাগারে আটকে রাখা হয়েছে। এই বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে আর চায় না। সাধারণ মানুষ এই সৈরাচারী সরকারের বিরুদ্ধে সো”চার হয়ে মাঠে নেমেছে। ১৯৭১ এ এক যুদ্ধ করেছি আবারো এখন যুদ্ধে নেমেছি। ইনশাআল্লাহ এই যুদ্ধে আমরাই জয়লাভ করবো।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৫:১৫ ● ১০৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ