বামনায় প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

প্রথম পাতা » বরগুনা » বামনায় প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
শনিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৩


বামনায় প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

বামনা(বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার বামনায় শনিবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক আয়োজিত সেবা সপ্তাহ উপলক্ষে বামনা সৈয়দ রহমাত আলী ষ্টেডিয়ামে  প্রাণিসম্পদ প্রর্দশনী-২০২৩ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রদিপ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইতুল ইসলাম লিটু। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ মোশাররফ হোসাইন জমাদ্দার, বামনা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এডঃ চৌধুরী কামরুজ্জামান ও পুরুস্কার প্রাপ্ত খামারী মোঃ সিদ্দিক মান্না প্রমুখ।
প্রদর্শনীতে প্রাণীদের বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম, খাদ্য , দেশী ও বিদেশী জাতের গাভীগর, ছাগল, ভেড়া, হাস , মুরগিসহ নানান প্রজাতির পাখির স্টলের মাধ্যমে জনসাধারণের জন্য প্রর্দশনীর ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ক্ষুদ্র খামারিগণ জমি সহ সহজ শর্তে ঋণ প্রদান ও সরকারী সহায়তার দাবী জানান।
পরে প্রদর্শনীতে অংশ নেওয়া খামারীদের ৩টি ক্যাটাগরীতে মোট ৯জনকে চেক বিতরণ করা হয়।

এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪০:৫১ ● ৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ