পিরোজপুরে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

প্রথম পাতা » পিরোজপুর » পিরোজপুরে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা
বৃহস্পতিবার ● ৯ মে ২০২৪


 পিরোজপুরে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

প্রথম ধাপে পিরোজপুরের ৩টি উপজেলা পরিষদের নির্বাচন বুধবার অনুষ্ঠিত হয়েছে। রাতে বেসরকারী ভাবে ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার। নির্বাচনে পিরোজপুর সদর উপজেলায় বিপুল ভোটের ব্যবধানে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এস এম বায়েজীদ হোসেন (দোয়াত-কলম প্রতিক)। তিনি পেয়েছেন ৩৪ হাজার ৭৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. শফিউল হক মিঠু (আনারস প্রতিক) পেয়েছেন ৩৬০৭ ভোট। সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন তালা প্রতীক নিয়ে রফিকুল ইসলম সুমন। মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে পদ্মফুল মার্কা নিয়ে বিজয়ী হয়েছেন শাহানাজ পারভীন শানু।
নাজিরপুর উপজেলায় দোয়াত-কলম প্রতিক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এস এম নুরেআলম সিদ্দিকী (শাহীন)। তিনি পেয়েছেন ১৯ হাজার ২৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ আলী সিকদার (ঘোড়া প্রতিক) পেয়েছেন ১৮ হাজার ৮৪৮ ভোট।

ইন্দুরকানী উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. জিয়াউল আহসান গাজী (আনারস প্রতিক)। তার প্রাপ্ত ভোট ১১ হাজার ২০৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ ফায়জুল কবীর তালুকদার (দোয়াত-কলম প্রতিক) পেয়েছেন ৭ হাজার ৭৪০ ভোট। এ উপজেলায় উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে তালা মার্ক নিয়ে বিজয়ী হয়েছেন মাহমুদুল হক দুলাল। মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে কলস মার্কা নিয়ে বিজয়ী হয়েছেন দিলারা পারভীন লাভলী।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২৩:৩৮:০৫ ● ১২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ