গোপালগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » গোপালগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা
বুধবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৩


গোপালগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সমন্বয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনের বিষয়ে আলোচনা করেন মেডিকেল অফিসার ডা. এস এম সাকিবুর রহমান। সভায় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা: দিবাকর বিশ্বাস, ডা: সাদ মাহমুদ জয়, জেলা ইপিআই সুপারিনটেন্ট দিপক রঞ্জন সরকার’সহ  গোপালগঞ্জে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
এবার জেলার মোট পাঁচটি উপজেলায় ৭টি স্থায়ী, অস্থায়ী ১৭ শত ৯ টি কেন্দ্রে  ৬ থেকে ১১ মাস বয়সের ২৫ হাজার ১১৮ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ১ লাখ ৬৯ হাজার ৬৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানায় কর্তৃপক্ষ।
জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এই ক্যাম্পেইন সম্পর্কে জানান সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদের পক্ষে ডা. এস এম সাকিবুর রহমান।

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৫:১০ ● ১৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ