নাজিরপুরে তথ্য প্রযুক্তি মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে তথ্য প্রযুক্তি মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
বৃহস্পতিবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৩


নাজিরপুরে তথ্য প্রযুক্তি মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে

নাজিরপুর(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুরে তথ্য প্রযুক্তি মামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচীব মো. আবু হাসান খান সহ ৫ নেতাকে করাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) তারা আদালতে জামিনের আবেদন করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানো অন্য নেতারা হলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শফিকুর রহমান মোল্লাহ, উপজেলার শ্রীরামকাঠী ইউনয়িনের ডুমুরিয়া গ্রামের মৃত আছমত আলীর ছেলে বিএনপি নেতা মো. মোস্তাফিজুর রহমান লিটন, উপজেলার মালিখালী ইউনিয়নের যুগিয়া গ্রামের পল্লী চিকিৎসক ও বিএনপি নেতা মোস্তফা কামাল মোস্তাফিজ এবং জেলার সদর  উপজেলার কলাখালীর বিএনপি নেতা খান মিলন।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৫ সেপ্টেম্বর উপজেলা বিএনপির সদস্য সচীব আবু হাসান খানকে প্রধান করে ৯ জনকে নামীয় এবং আরো অসংখ্যদের অজ্ঞাত করে ওই মামলাটি দায়ের করা হয়। নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়য়ুন কবির জানান, স্থানীয় মো. আল আমিন খাঁন নামের এক শাসক দলের নেতা ওই মামলাটি দায়ের করেছিলেন।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২২:০৯:০৪ ● ৭১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ