কর্মকর্তা-কর্মচারিদের আন্দোলনে মুখে পবিপ্রবি রেজিষ্ট্রার ড. কামরুলকে অব্যাহতি, দায়িত্ব পেলেন প্রফেসর ড. সন্তোষ কুমার বসু

প্রথম পাতা » পটুয়াখালী » কর্মকর্তা-কর্মচারিদের আন্দোলনে মুখে পবিপ্রবি রেজিষ্ট্রার ড. কামরুলকে অব্যাহতি, দায়িত্ব পেলেন প্রফেসর ড. সন্তোষ কুমার বসু
বৃহস্পতিবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৩


পবিপ্রবির রেজিষ্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু

দুমকি (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (পবিপ্রবি) কর্মকর্তা-কর্মচারীদের লাগাতার আন্দোলনের মুখে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. কামরুল ইসলামকে অব্যাহতি দিয়ে উদ্যানতত্ব বিভাগের অধ্যাপক ড. সন্তোষ কুমার বসুকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব দেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বিশ^বিদ্যালয়ের সংস্থাপন বিভাগের উপ-রেজিস্ট্রার মো: মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ প্রদান করা হয়েছে। আদেশে বলা হয়, ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার ড. মো. কামরুল ইসলামকে অর্জিত ছুটিতে জাপানে যাওয়ায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে বিশ^বিদ্যালয়ের উদ্যানতত্ব বিভাগের অধ্যাপক ড. সন্তোষ কুমার বসুকে ভারপ্রাপ্ত রেজিষ্ট্রারের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, বিশ^বিদ্যালয় কর্মকর্তা পরিষদ এসোসিয়েশনের ব্যানারে চলতি বছরের গত ৩০ জানুয়ারি তিনটি পর্যায়োন্নয়ন দাবিতে কর্মবিরতি পালন ও লাগাতার অবস্থান ধর্মঘটের ডাক দেয়। টানা ১০দিনের লাগাতার আন্দোলনের মুখে গতকাল বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী জেলা আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান স্থানীয় আ’লীগের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশ^বিদ্যালয় কর্তপক্ষের সাথে ধর্মঘটী কর্মকর্তাদের টানা সাড়ে ৪ঘন্টা সমঝোতা বৈঠকের পর ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে ছুটিতে পাঠিয়ে দায়িত্বে অব্যাহতি প্রদান ও আগামী ১৮ফেব্রুয়ারি ৫১তম রিজেন্ট বোর্ডের সভায় পর্যায়োন্নয়ন প্রদানের আশ^াসে কর্মকর্তা-কর্মচারিবৃন্দ তাদের আন্দোলন প্রত্যাহার করে নেয়।

এমআর

বাংলাদেশ সময়: ২২:০২:৪০ ● ১৫০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ