বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই দিয়েছে সরকার- প্রাণিসম্পদ মন্ত্রী

প্রথম পাতা » বরিশাল » বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই দিয়েছে সরকার- প্রাণিসম্পদ মন্ত্রী
রবিবার ● ১ জানুয়ারী ২০২৩


বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই দিয়েছে সরকার- প্রাণিসম্পদ মন্ত্রী

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

‘শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো, শিক্ষাই শক্তি, শিক্ষাই মুক্তি ” এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় পিরোজপুরেও পালিত হয় বই বিতরণ উৎসব। বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের প্রথম দিনে  শিক্ষার্থীদের হাতে বই বিতরণের ব্যবস্হা করে দিয়েছেন। এই সুযোগ একজনের পক্ষেই দেওয়া সম্ভব হয়েছে, যিনি চান এই জাতি শিক্ষিত হোক, তিনি আর কেউ নন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলছেন, নারীর অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নারী নীতি প্রনয়ন করতে হবে। মন্ত্রী আরো বলেন, আর আগে একজন প্রধানমন্ত্রী ছিল তার সময়ে ওই যে মন্ত্রী ছিল জামাতের আলী আহসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদী তারা বলত নারীদেরকে ঘর থেকে বের করা যাবে না। নারীদেরকে ঘরে বন্দি করে রাখতে হবে। ওই জামাতিরা ক্ষমতায় আসলে নারীদেরকে শিক্ষিত হতে দিত না । নারীদেরকে পিছনে রেখে একটা জাতি কোনদিনও এগিয়ে যেতে পারে না । সুন্দর জীবনে এগোতে হলে লেখাপড়াটা ভালোভাবে করতে হবে, লেখাপড়ার কোন বিকল্প নাই।
জেলা প্রশাসক মোঃ জাহিদুর রহমানের সভাপতিত্বে পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সকাল সাড়ে দশটায় বই বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম  (এমপি)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ ইদ্রিস আলী আজিজী, অতিরিক্ত পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান। এ বছর জেলায় প্রাথমিক বিদ্যালয়ে ১১ লক্ষ ৬ হাজার ৫১১ খানা ও মাধ্যমিক বিদ্যালয়ে ৪ লক্ষ ৭০ হাজার ৫৬৩ খানা এবং মাদ্রাসায় ৪ লক্ষ ৫৪ হাজার ৫৬৪ খানা বই বিতরন করা হয়েছে। ২ লক্ষ ২৮ হাজার ৩৭০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে এ বই বিতরণ করা হয়।


এইচআরএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৬:৪৩ ● ১৮৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ