পিরোজপুরে ডেঙ্গু আক্রান্তে হাসপাতালে ভর্তি ১৪রোগী

প্রথম পাতা » পিরোজপুর » পিরোজপুরে ডেঙ্গু আক্রান্তে হাসপাতালে ভর্তি ১৪রোগী
রবিবার ● ৩০ অক্টোবর ২০২২


পিরোজপুরে ডেঙ্গু আক্রান্তে হাসপাতালে ভর্তি ১৪রোগী

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে  হাসপাতালে ভর্তি হয়েছে ১৪ জন। এ নিয়ে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৭ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২৮৫ জন। যাদের অধিকাংশেই বাড়ি পিরোজপুর সদর, মঠবাড়িয়া ও নেছারাবাদ উপজেলায়।
পিরোজপুরের সিভিল সার্জন ডাঃ হাসনাত ইউসুফ জাকী জানান, চলতি মৌসুমে জেলায় এখন পর্যন্ত ২৮৫  জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৪৮ জন। এছাড়া বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৩৭ জন। আক্রান্ত রোগীর অধিকাংশ ঢাকা থেকে আক্রান্ত হয়ে পিরোজপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি আরো বলেন, জ্বর উপসর্গ দেখা দিলে দেরী না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়া বাসা-বাড়িতে এডিস মশার লার্ভা যাতে না হয়, সে ব্যাপারেও সকলকে সতর্ক থাকার আহবান জানান সিভিল সার্জন ।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২৩:২২:৪১ ● ১২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ