গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় মাহিন্দ্রা যাত্রী নিহত, আহত-৪

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় মাহিন্দ্রা যাত্রী নিহত, আহত-৪
শনিবার ● ১৫ অক্টোবর ২০২২


গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় মাহিন্দ্রা যাত্রী নিহত, আহত-৪

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাহিন্দ্রার যাত্রী সুনীল দেওয়ান (৬৮) নিহত ও ৪ যাত্রী আহত হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাহিলাড়া গ্রামস্থ মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শরীয়তপুর জেলার পালং থানার বাহের চন্দ্রপুর গ্রামের তাহের সরদারের ছেলৈ মুজাফ্ফর সরদার (৩৮), গৌরনদীর রামসিদ্দি গ্রামের বজি হাওলাদারের ছেলে এরশাদ হাওলাদার (৩৫)কে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সুনীল উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বাঘার গ্রামের সুরেন্দ্রনাথ দেওয়ানের ছেলে।  গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ঘাতক বাসসহ চালককে আটক করেছে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম জানান, বরিশালগামী অন্তরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বেপরোয়া গতিতে মাহিলাড়া এলাকা অতিক্রম করছিল। এ সময় ওই বাসটি বিপরীত দিকে থেকে আসা গৌরনদীগামী  যাত্রীবাহী একটি মাহিন্দ্রাকে ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে মাহিন্দ্রাটি রাস্তার পাশে ছিটকে পড়ে  মাহিন্দ্রার যাত্রী সুনীল দেওয়ান (৬৮), মুজাফ্ফর সরদার (৩৮), এরশাদ হাওলাদার (৩৫)সহ ৪ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুনীল দেওয়ানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় মুজাফ্ফর সরদার (৩৮), এরশাদ হাওলাদার (৩৫)কে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ধাওয়া করে ইছলাদী বাসসন্ট্যান্ড থেকে ঘাতক বাসটিসহ চালককে আটক করতে সক্ষম হয়েছে বলে হাইওয়ে ওসি আমিনুল ইসলাম জানান।

এআর/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪১:৪৩ ● ২০৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ