তালতলীতে সাব-রেজিস্ট্রার অফিস কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন

প্রথম পাতা » বরগুনা » তালতলীতে সাব-রেজিস্ট্রার অফিস কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন
শনিবার ● ১৫ অক্টোবর ২০২২


তালতলীতে সাব-রেজিস্ট্রার অফিস কার্যক্রম চালুর দাবিতে মানববন্ধন

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

তালতলী উপজেলা সাব রেজিস্ট্রার অফিস উদ্বোধন ও কার্যক্রম চালুর দাবীতে মানববন্ধন করেছে  এলাকাবাসী। শনিবার (১৫ অক্টোবর) বেলা ১২টার দিকে পাঁচ শতাধিক মানুষ উপজেলার মোমেশেপাড়া নবনির্মিত সাব রেজিস্ট্রার অফিস প্রাঙ্গণে মানববন্ধন করেছে।
ইউপি সদস্য সুলতান আহমদের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুনসুর আলী জোমাদ্দার,দলিল লেখক জাহিদুল ইসলাম দুলাল,আবুল বাসার, এ্যাড.রাজিবুর রহমান স্বপন, সমাজ সেবক সুন্দর আলী গাজী ও মুনসুর আলী জোমাদ্দার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত এলাকা তালতলী। নির্বাচনী ইশতেহার অনুযায়ী তিনি ২০১২ সালে তালতলী থানাকে উপজেলা রূপান্তিত করেন। এরপর থেকেই তালতলী উপজেলায় বিভিন্ন অফিস চালু হচ্ছে। ২০২০ সালে তালতলী উপজেলায় সাব রেজিস্ট্রার অফিস নির্মাণ করা হয়। নির্মাণের দুই বছর পেরিয়ে গেলে এখন সাব রেজিস্ট্রার অফিস উদ্বোধন এবং কার্যক্রম চালু হয়নি। এতে উপজেলার লক্ষাধীক মানুষ জমি ক্রয়-বিক্রয় নিয়ে ভোগান্তিতে পরেছে। দ্রুত সাব-রেজিষ্ট্রার অফিস উদ্বোধন করে কার্যক্রম চালুর দাবী জানান তারা।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২০:২২:০২ ● ২৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ