গলাচিপায় অতিরিক্ত টোল আদায়ে জরিমানা

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় অতিরিক্ত টোল আদায়ে জরিমানা
শুক্রবার ● ১৪ অক্টোবর ২০২২


গলাচিপায় অতিরিক্ত টোল আদায়ে জরিমানা

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় টোল আদায়কারীকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে ওই খেয়াঘাটে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গলাচিপা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম। জানা যায়, পটুয়াখালী জেলা পরিষদ থেকে গলাচিপা টু হরিদেবপুর খেয়াঘাট ১৪২৯ বাংলা সনের পহেলা বৈশাখ থেকে ৩০ চৈত্র পর্যন্ত ইজারা তোলার দায়িত্ব পান শিবুলাল দাস। তিনি প্রতিনিধির মাধ্যমে টোল আদায় করে আসছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক খেয়া পারাপারের এক যাত্রী বলেন, টোল আদায়কারীরা একটি ছোট খেলনা থেকে ৩০০ টাকা দাবি করেন। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তার মারধর করা হয়। গলাচিপা উপজেলার নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মহিউদ্দিন আল হেলাল ও সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের নজরে এলে টোল প্রতিনিধি নাইমুল ইসলামকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্যাতনের শিকার ব্যক্তি যদি লিখিত অভিযোগ দেন তাহলে বিষয়টি আইনিভাবে দেখা হবে।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৬:৩৯ ● ১১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ