কুয়াকাটা-কলাপাড়ায় মন্দিরে মন্দিরে প্রবারনা উৎসব পালন

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটা-কলাপাড়ায় মন্দিরে মন্দিরে প্রবারনা উৎসব পালন
রবিবার ● ৯ অক্টোবর ২০২২


কুয়াকাটা-কলাপাড়ায় মন্দিরে মন্দিরে প্রবারনা উৎসব পালন

কুয়াকাটা সাগরকন্যা অফিস॥

আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরনে কুয়াকাটা ও কলাপাড়ার বৌদ্ধধর্মাবলম্বীরা পালন করছেন অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্নিমা। রবিবার সকালে পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনা এবং বুদ্ধপূজার মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা করা হয়। পরে বুদ্ধের স্মরণে বিভিন্ন ফল ও হরেক রকমের পিঠাপুলি বৌদ্ধ ভিক্ষুকে প্রদান করেন বৌদ্ধধর্মের বয়স্ক নারী পুরুষরা। এ উৎসবকে ঘিরে স্থানীয় ২৩টি রাখাইন পল্লীতে বিরাজ করছে এক উৎসব মুখর পরিবেশ। বৌদ্ধ বিহার গুলোতে সমাবেশ ঘটেছে বৌদ্ধভিক্ষুসহ রাখাইন নর-নারীদের।
আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর আষাঢ়ী পূর্নিমা থেকে আশ্বিনী তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস পালন শেষে প্রবারণা উৎসব পালন করেন। প্রবারণা পূর্নিমার পরদিন থেকে এক মাস প্রতিটি বৌদ্ধবিহারে শুরু হয় কঠিন চীবরদান উৎসব।

এনইউবি/এমআর

বাংলাদেশ সময়: ২২:৪০:৩০ ● ১১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ