কাউখালীতে খোলা বাজারে চাল বিক্রি শুরু

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে খোলা বাজারে চাল বিক্রি শুরু
বৃহস্পতিবার ● ১ সেপ্টেম্বর ২০২২


কাউখালীতে খোলা বাজারে চাল বিক্রি শুরু

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

“শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুদা হবে নিরুদ্দেশ” এমন স্লোগানে পিরোজপুরের কাউখালীতে সারাদেশের ন্যায় খোলা বাজারে ৩০ টাকা কেজিতে ও,এম,এস কার্যক্রমের  চাল বিক্রি শুরু হয়েছে। উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু এবং উপজেলা নির্বাহী অফিসার মোছা.খালেদা খাতুন রেখার উপস্থিতিতে বৃহস্পতিবার সকালে  উপজেলার দক্ষিন ও উত্তর বাজার এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাউখালী থানার ওসি মো,বনি আমিন,ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা মো.আলী আজিম শরীফ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম প্রমূখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মেহেদী হাসান বলেন, শুক্র ও শনিবার বাদে সপ্তাহে পাঁচ দিন এ কর্মসূচি বিকেল ৫টা পর্যন্ত চলবে। তিন মাসব্যাপী এ কর্মসূচিতে সাধারণ ক্রেতার পাশাপাশি যারা টিসিবির কার্ডধারী তারাও এ চাল কিনতে পারবেন।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:৫০:৫৯ ● ১২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ