গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-১০

প্রথম পাতা » বরিশাল » গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-১০
মঙ্গলবার ● ১২ জুলাই ২০২২


গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-১০

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের গৌরনদীতে  ঢাকাগামী বিএমএফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বরিশালগামী তেলবাহী লড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোক্তার হোসেন (৫০) নামে এক লড়ির চালক নিহত ও বাসের চালকসহ ১০ যাত্রী আহত হয়েছে।
মঙ্গলবার সকাল পৌণে ৭টার দিকে উপজেলার টরকী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ৬ যাত্রীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিষয়টি গৌরনদী থাইওয়ে থানার ওসি শেখ বেল্লাল হোসেন নিশ্চিত করেছন।  দুর্ঘটনার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় একঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে দুর্ঘটনাস্থলের উভয় দিকে শতাধিক যানবাহন আটকা পড়ে কয়েক হাজার যাত্রী ভোগান্তির শিকার হয়েছে।  অপরদিকে, বরিশালের উজিরপুরে অজ্ঞাতনামা গাড়ির চাপায় আলমগীর হোসেন হাওলাদার (৫১) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। সোমবার বিকাল পৌণে ৪টার দিকে উজিরপুর উপজেলার নতুন শিকারপুর এলাকায়  ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সে (আলমমগীর) বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ রাকুদিয়া গ্রামের জব্বার হাওলাদারের ছেলে।

বিকেএস/এমআর

বাংলাদেশ সময়: ০:১৪:৪০ ● ৩৫৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ