চরফ্যাশনে জেলেদের মাঝে গবাদিপশু ও হাঁসমুরগী বিতরণ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে জেলেদের মাঝে গবাদিপশু ও হাঁসমুরগী বিতরণ
বৃহস্পতিবার ● ৯ জুন ২০২২


চরফ্যাশনে জেলেদের মাঝে গবাদিপশু ও হাঁসমুরগী বিতরণ

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

নদীতে মৎস্য অবরোধে বিকল্প কর্মসংস্থান হিসাবে চরফ্যাশনে জেলেদের মাঝে গবাদিপশু ও হাঁস দেশীয় মুরগী বিতরণ করা হয়েছে। বৃহম্পতিবার (৯ জুন) উপজেলা পরিষদ চত্বরে ৩ধাপে মোট ৫৫জন জেলেকে “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প”এর মাধ্যমে এই বিতরণ কার্যক্রম করা হয়েছে। নিবন্ধীত ৫৩জন জেলেকে একটি করে বকনা গরু, সাথে ৫কেজি করে খইল,  ৫কেজি ভূষি, ৫০০মিলি জিং ও ক্যালসিয়াম টেবলেট বিতরণ করা হয়। তাদের মধ্যে ২জনকে ৩০টি করে হাঁস ও দেশীয় মুরগী ঘর, ৩০০কেজি খাবার ও ভ্যাকসিন বিতরণ করা হয়।উপজেলায় মোট  ২০হাজার টাকা করে ৫৫জনকে ১০লাখ টাকার গবাদি পশু বিতরণ করা হয়েছে। এই সুবিধা ভোগিদের ভিতরণের ফলে মৎস্য আইন প্রয়োগের কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে। অবৈধ জালের ব্যবহার হ্রাস পেয়েছে। চরফ্যাশনে দিন দিন নদ নদী এবং উপকূলীয় এলাকা ইলিশসহ বিভিন্ন প্রজারিত মৎস্য আহরণ বৃদ্ধি পাচ্ছে।
চরফ্যাশন উপজেলার ২০টি ইউনিয়নের ৩ দাপে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন ্আখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান ও ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কর্মকর্তা ও সদস্যগন উপস্থিত ছিলেন।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২৩:১৭:১৯ ● ২০৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ