চরফ্যাশনে নদী ভাঙ্গনে হুমকীতে মায়া ব্রীজ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে নদী ভাঙ্গনে হুমকীতে মায়া ব্রীজ
বুধবার ● ৮ জুন ২০২২


চরফ্যাশনে নদী ভাঙ্গনে হুমকীতে মায়া ব্রীজ

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলার আহম্মদপুর-চরকলমী সীমানা দিয়ে বয়ে যাওয়া ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত মায়াব্রীজ হুমকীর মুখে রয়েছে। নদী ভাঙ্গণ কবলিতে ব্রীজ স্থাপনের গোড়ায় পৌছে গেছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে যে কোন সময় ব্রীজটি ভেঙ্গে যাওর্য়া আশংকা রয়েছে।
স্থানীয় সূত্রে জানাযায়, দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ণের জন্যে স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম ইসলাম জ্যাকব এর একান্ত প্রচেষ্টায় ৩০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক মায়ারব্রীজ স্থাপিত হয়েছে। এলজিইডির মাধ্যমে ব্রীজটি নির্মাণ করাতে চরকলর্মী আঞ্জুরহাট বাবুরহাট মজিবনগরের সাথে চরফ্যাশন-ভোলা সাথে বাস যোগাযোগ সুগম হয়েছে। এতে পাচ্ছেন যাত্রীরা যাতায়াত সুবিধা। বর্তমানে মায়া নদী ভাঙ্গনের ফলে হুমকীর মুখে পড়েছে মায়াব্রীজটি।
স্থানীয় বরফ মিলের মালিক সামছুদ্দিন আহম্মেদ জানান, মায়ানদী ভাঙ্গার কবলিত হয়ে অনেকের জমি ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা রক্ষা পেতে দাবী জানাচ্ছি।
চরফ্যাশন পানি উন্নয়ণ বোর্ডের বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান বলেন, আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি। নদী ভাঙ্গার ফলে ব্রীজটি ঝুঁকিতে রয়েছে। ব্রীজটি এলজিইডি করেছেন। আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে লিখিত ভাবে জানালে আমরা বরাদ্দের ব্যবস্থা করব।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২৩:১৭:১১ ● ১১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ