বাউফলে আ.লীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

প্রথম পাতা » পটুয়াখালী » বাউফলে আ.লীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
শুক্রবার ● ৬ মে ২০২২


বাউফলে আ.লীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

পটুয়াখালী সাগরকন্যা প্রতিনিধি॥

 

 

দলীয় কার্যালয়সহ আশেপাশের এলাকায় ১৪৪ধারা জারি থাকায় পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামীলীগের বিবাদমান দুই গ্রুপই পৃথক এলাকায় পৃথক সময়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে। সকাল ১০টায় আ স ম ফিরোজ এমপির পক্ষে নাজিরপুর ইউপি চেয়ারম্যানের বাসভবনের সামনে এবং বেলা ১১টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার বাউফল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন।

 

সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতালেব হাওলাদার লিখিত বক্তব্যে আ স ম ফিরোজ এমপির বিরুদ্ধে দলীয় আচরণ ভংগের অভিযোগ করেন। একই অভিযোগে মোতালেব হাওলাদারকে লিখিতি বক্তব্যে অভিযুক্ত করেছেন আ স ম ফিরোজ এমপি পক্ষের নেতা কর্মীরা। আয়োজিত সংবাদ সম্মেলনে উভয় গ্রুপের উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্র্মীরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য শুক্রবার (৬ মে) সকাল ১০টায় বাউফল উপজেলা আ.লীগের বিবাদমান এই দুই গ্রুপ একই সময় আওয়ামীলীগের দলীয় কার্যালয় জনতা ভবনে সংবাদ সম্মেলন ডাকলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৪৪ ধারা জারি করে দলীয় কার্যাল জনতা ভবনে মিছিল, সভা-সমাবেশ বন্ধ করে দিয়েছেন।

 

উপজেলা আওয়াামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার পৌর মেয়র জিয়াউল হক জুয়েল গ্রুপ এবং ফরিদ উদ্দিন আহমেদ স্থানীয় সংসদ সদস্য আ স ম ফিরোজ গ্রেুপের নেতা হিসেবে পরিচিত। দীর্ঘদিন যাবৎ এই উপজেলায় আওয়ামীলীগ নেতারা দুটি ভাগে বিভক্ত। এ কারনে বিভিন্ন সময়ে তারা রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এনিয়ে বিগত কয়েক বছরে বাউফল উপজেলা আওয়ামীলীগের অভ্যান্তরীন কোন্দলে বেশ কয়েকটি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অন্তত: শতাধিক নেতাকর্মী।

 

 

 

জেআর/এমআর

 

বাংলাদেশ সময়: ২১:৩৯:২০ ● ১৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ