তজুমদ্দিনে পুকুরের ঘাটলা বিতর্কে হামলায় নারীসহ আহত-৪

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » তজুমদ্দিনে পুকুরের ঘাটলা বিতর্কে হামলায় নারীসহ আহত-৪
মঙ্গলবার ● ১৯ এপ্রিল ২০২২


তজুমদ্দিনে পুকুরের ঘাটলা বিতর্কে হামলায় নারীসহ আহত ৪

তজুমদ্দিন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

 

 

ভোলার তজুমদ্দিনে পুকুরের ঘাটলা ব্যবহার করে অযু করতে আসায় বিতর্কের জেরে হামলার ঘটনায় নারীসহ ৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে।

 

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার চাঁদপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দালাল বাড়ির শাহিনের স্ত্রী মমতাজ (৩২) সোমবার ইফতারীর পূর্বে নামাজের ওজু করতে যায় পাশর্^বর্তী বাড়ির আল আমীনদের পুকুর ঘাটলায়। এসময় আল আমীনের ভাই আরিফও ওযু করতে আসে ঘাটলায়। মমতাজকে দেখে সে তাদের ব্যক্তিগত ঘাটলা ব্যবহার না করে চলে যেতে বলে। মমতাজ চলে না গেলে কথা কাটাকাটির একপর্যায়ে আরিফ তাকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দেয়। এতে মমতাজ ডাকচিৎকার দিলে তার স্বামী শাহিন ও আরিফের ভাই আল আমীনসহ অন্যান্যরা ছুটে আসে। এসময় পাল্টাপাল্টি হামলার ঘটনায় ৪ জন আহত হয়। আহতরা হলেন মমতাজ (৩২) ও স্বামী শাহীন (৩৮) এবং অপর পক্ষের আরিফ (২২) ও আলআমীন (২৮)। শাহিন ও আরিফ হাসপাতালে ভর্তি আছে। এঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে।

 

মমতাজ জানায়, উত্তেজনার একপর্যায়ে আল আমীনের হাতে থাকা লোহা জাতীয় বস্তু দিয়ে শাহিনের মাথায় ও সারা শরীরে উর্পযুপরি আঘাত করে। এসময় আমার কানের ও গলার স্বর্ণের অলংকার ছিনিয়ে নেয় তারা।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস আই শামীম জানান, উভয় পক্ষ থানায় অভিযোগ করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

 

 

 

 

 

এএইচ/এমআর

 

বাংলাদেশ সময়: ২২:৩৫:০২ ● ৩১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ