প্রথম পাতা » বিবিধ »
মঙ্গলবার ● ১৯ এপ্রিল ২০২২


---

 

 

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

 

নেছারাবাদে ১০পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মারুফ কামাল (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের জগন্নাথকাঠী  এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার সকালে তাকে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংসাদের ভিত্তিতে সোমবার বিকেলে নেছারাবাদ থানার এস আই মনমথ হালদার এর নেতৃত্বে একদল পুলিশ স্বরূপকাঠী সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জগন্নাথকাঠী এলাকার জনৈক খালেক ডাকুয়ার গ্যারেজের সামনে অভিযান চালিয়ে মারুফকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে পরিহিত প্যান্টের পকেট থেকে ওই ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃত মারুফ স্বরূপকাঠী পৌরসভার ০৭নং ওয়ার্ডের জগৎপট্টি গ্রামের মৃত এ্যাড. মোস্তফা কামালের ছেলে।

এ বিষয়ে নেছারাবাদ থানার ওসি (তদন্ত) মোঃ সোলায়মান জানান, মারুফ দীর্ঘ দিন ধরে মাদকের ব্যবসা  করে আসছিল। মাদক আইনে নিয়মিত মামলা দায়ের শেষে তাকে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।

 

আরএ/এমআর

 

বাংলাদেশ সময়: ২১:৪৪:২০ ● ৩২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ