ভান্ডারিয়ায় স্কুলছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন

প্রথম পাতা » পিরোজপুর » ভান্ডারিয়ায় স্কুলছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন
সোমবার ● ১৮ এপ্রিল ২০২২


ভান্ডারিয়ায় স্কুলছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

 

 

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৪নং মেদিরাবাদ (১) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বিদ্যালয়ের নৈশ প্রহরীকাম দপ্তরি বিপ্লব মিস্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে সোমবার সকাল ১১ টায় স্হানীয় সেনেরহাট বাজারে ঘন্টাব্যাপি এ মানবন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশগ্রহন করেন। মনববন্ধনে বক্তব্য রাখেন মো. মুজাম্মেল হোসেন, আবদুল্লাহ আল জাবির, বাতেন খলিফা, জাতীয় যুবসংহতির ভিটাবাড়িয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক খাইরুল মোল্লা, মো. রাজু ও  সোহাগ হাওলাদার প্রমুখ।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের দোতালার একটি কক্ষে নামাজরত এক ছাত্রীকে একা পেয়ে বিদ্যালয়ের নৈশপ্রহরী কাম দপ্তরি বিপ্লব মিস্ত্রী জড়িয়ে ধরে শ্লীলতাহানি করে। বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হলে গত ৭ এপ্রিল বৃহস্পতিবার বিপ্লব মিস্ত্রীকে গ্রেফতার করে পুলিশ।

 

 

 


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৩:৩৮ ● ১৯৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ