চরফ্যাশনে ক্রমশ বাড়ছে ডায়েরিয়া আক্রান্তের সংখ্যা

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশনে ক্রমশ বাড়ছে ডায়েরিয়া আক্রান্তের সংখ্যা
সোমবার ● ১১ এপ্রিল ২০২২


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিনিয়তই বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর চাপ।

চরফ্যাশন সাগরকন্যা প্রতিনিধি॥
চৈত্রের গরমে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিনিয়তই বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর চাপ। এক দিনেই আক্রান্ত হয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ১৬ রোগী। প্রতিবছর মার্চ ও এপ্রিলে এ ধরনে রোগীর সংখ্যা বাড়ে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
চরফ্যাশন হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, গত এক মাসে চরফ্যাশন হাসপাতালে প্রায় ২৩৮ জন শিশু ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি ছিলো। বর্তমান চলতি মাসের ১১দিনে ২০৪ জন শিশু ডায়েরিয়া নিয়ে ভর্তি হয়। গত কয়েকদিনে ডায়েরিয়ার প্রকোপ বেড়েছে। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন শিশু রোগীসহ বয়স্ক রোগীরা।
হাসপাতালে আসা ডায়েরিয়া রোগীর স্বজনরা জানান, হঠাৎ গরমের কারণে পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পারায় শিশু সন্তানসহ বয়স্করাও এ সময়টাতে ডায়েরিয়া আক্রান্ত হয়েছে, তাই হাসপাতালে এসেছে সেবা নিতে।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন কুমার বসাক জানান, চৈত্রের এসময় ডায়েরিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকে। বিগত বছর গুলোতে শয্যা সংকট ও চিকিৎসক কম থাকায় রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হতো। এবছর কোন সমস্যা হবে না, সাধ্যমত সেবা দেওয়ার চেষ্টা চলছে বলে জানান তিনি।
গত মাসে চরফ্যাশন ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ২৩৮ জন, ক্রমানয়ে এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তাদের মধ্যে বেশির ভাগই শিশু বলেও জানান ডাঃ শোভন কুমার বসাক।

বাংলাদেশ সময়: ২২:৪৩:১৯ ● ২০৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ