গলাচিপায় ২৩ হাজার পরিবার পাচ্ছেন টিসিবির পণ্য

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় ২৩ হাজার পরিবার পাচ্ছেন টিসিবির পণ্য
রবিবার ● ২০ মার্চ ২০২২


গলাচিপায় ২৩ হাজার পরিবার পাচ্ছেন টিসিবির পণ্য

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নে টিসিবির কার্ডধারী ২৩ হাজার পরিবার ন্যায্য মূল্যে টিসিবির পণ্য পাবেন। পবিত্র রমজান মাসকে সামনে রেখে উপজেলায় কার্ডধারী পরিবারের মাঝে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য সরবরাহ করা হবে। আগামী মঙ্গলবার (২২মার্চ) থেকে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য সরবরাহ করা হবে বলে অফিস সূত্রে জানা যায়।
এতে আরো জানা যায়, ভোক্তামূল্যে প্রতি উপকারভোগী পরিবার ৫৫টাকায় এক কেজি চিনি, ৬৫ টাকায় এক কেজি মসুর ডাল, প্রতি লিটার সোয়াবিন তেল ১১০ টাকায় এবং ৫০ টাকায় এক কেজি ছোলা পাবেন। তবে প্রত্যেক পরিবার দুই কেজির বেশি পাবে না। পৌরশহর এবং প্রতিটি ইউনিয়নের বিভিন্ন পয়েন্ট থেকে কার্ডধারী ভোক্তারা এ পণ্য ক্রয় করতে পারবেন বলে জানা যায়।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২৩:৫৭:২২ ● ১৮২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ