নেছারাবাদে বঙ্গবন্ধুর জন্ম দিন ও জাতীয় শিশু দিবস পালন

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে বঙ্গবন্ধুর জন্ম দিন ও জাতীয় শিশু দিবস পালন
বৃহস্পতিবার ● ১৭ মার্চ ২০২২


নেছারাবাদে বঙ্গবন্ধুর জন্ম দিন ও জাতীয় শিশু দিবস পালন

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে আনন্দঘন ও ঝাকজমক পূর্ন পরিবেশে জাতির জনকের ১০২ তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। ১৭ মার্চ (বৃহম্পতিবার) সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনকের মুড়ালে  মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী শম রেজাউল করিম (এমপি)এর পক্ষ থেকে, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ পৌরসভা, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স, বিদ্যুৎ বিভাগ, পৌর আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন পুস্পস্তবক অর্পন করেন। এরপর মুক্তিযোদ্ধাদের একটি বর্নাঢ্য র‌্যালি  ও উপজেলা আওয়ামীলীগের একটি শোভাযাত্রা উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালি শেষে সরকারী স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, পৌরসভার মেয়র মো. গোলাম কবির, সহকারী কমিশনার ভূমি তাপস কুমার পাল, ওসি আবীর মোহাম্মদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক এসএম ফুয়াদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজি সাখাওয়াত হোসেন, প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুর ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম সিকদার, কাজী সাইফুদ্দিন তৈমুর প্রমুখ।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫৯:৩৮ ● ৫৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ