গলাচিপায় আগুণে ভষ্মীভূত বসত:ঘর

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় আগুণে ভষ্মীভূত বসত:ঘর
রবিবার ● ১৩ মার্চ ২০২২


গলাচিপায় আগুণে ভষ্মীভূত বসত:ঘর

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুণে পুড়ে বাবুল সিকদারের ঘরটি ছাই হয়ে গেছে। এতে তার প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিন নিম হাওলা গ্রামের আব্দুল মান্নান হাওলাদার বাড়ির বাবুল সিকদারের ঘরে।
শনিবার (১২ মার্চ) বেলা ২টার দিকে এই আগুণ লাগে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করে আগুণ নিযয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ বিষয়ে রতনদী তালতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাসুম মিয়া বলেন, বৈদুতিক শর্ট সার্কিটের ফলে আগুণ লাগে বাবুলে ঘরটি পুড়ে যায়। এতে ওর প্রায় ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে যায়। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুণ নিভায়।
এ বিষয়ে গলাচিপা ফায়ার সার্ভিসের সাব অফিসার কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা আগুণ নিয়ন্ত্রনে আনি। আগুণ লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, রতনদী তালতলী ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মস্তফা খান।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৮:০৪ ● ১৬৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ