বাবুগঞ্জে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ

প্রথম পাতা » বরিশাল » বাবুগঞ্জে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ
সোমবার ● ৩ জানুয়ারী ২০২২


বাবুগঞ্জে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ

বাবুগঞ্জ(বরিশাল)সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্য এবং  সংরক্ষিত নারী সদস্যাদের আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহন সম্পন্ন হয়েছে ।
সোমবার (৩ জানুয়ারি) দুপুরে বাবুগঞ্জ উপজেলা পরিষদের  হলরুমে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম।  শপথ গ্রহণ করেন  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মৃধা মু আক্তার-উজ-জামান মিলনসহ ইউনিয়নের ১২ জন নব-নির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যাগণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ মকিতুর রহমান কিসলু, বাবুগঞ্জ থানা ওসি ( তদন্ত)  মোঃ অলিউল ইসলাম, বরিশাল জেলা পরিষদ সদস্য মোঃ মাইনুল হাসান পারভেজ মৃধা, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক পরিতোষ চন্দ্র পাল, বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া প্রমূখ। অনুষ্ঠানে বক্তরা নির্বাচিত ইউপি সদস্যদের উদ্দেশ্যে করে বলেন,  ইউনিয়নের শতভাগ মানুষের জন্য সরকারি বরাদ্ধ আপনার কাছেই যাবে। ওই সব বরাদ্ধ সঠিকভাবে দলমতের উর্ধে থেকে সবার মাঝে বন্টন করতে হবে।


এএ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪৯:৩৮ ● ৩৮৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ