নেছারাবাদে ১শ’ অসহায় পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে ১শ’ অসহায় পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ
শুক্রবার ● ১৩ আগস্ট ২০২১


নেছারাবাদে ১শ’ অসহায় পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া ১শ’টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ লাং ফাউন্ডেশন। শুক্রবার (১৩ আগষ্ট) সকালে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের সহকারি অধ্যাপক ডা. কাজী সাইফুদ্দিন বিন নূরের উদ্যোগে তার গ্রামের বাড়ী স্বরূপকাঠি পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের আকলম গ্রামে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
নেছারাবাদ উপজেলা আওয়ামীলীগের শিক্ষা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রভাষক কাজী সাইফুদ্দিন তৈমুর ও আওয়ামীলীগ নেতা কাজী সরোয়ার হোসেন উপস্থিত থেকে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের অসহায় ও দুঃস্থ প্রায় ১শ’টি পরিবারের মাঝে ওই খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, চাল, আটা, লবন, তেল, পিয়াজ, ডাল ও আলু। উল্লেখ্য বাংলাদেশ লাং ফাউন্ডেশনের ব্যানারে ডা. কাজী সাইফুদ্দিন বিন নূর প্রতিবছর এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডে আর্থিক সহযোগীতা করে আসছেন।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৫২:৪১ ● ৩৫৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ