নাজিরপুরে চেয়ারম্যানের ভাইয়ের হামলায় নারীসহ আহত-৫

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে চেয়ারম্যানের ভাইয়ের হামলায় নারীসহ আহত-৫
বুধবার ● ২৮ জুলাই ২০২১


নাজিরপুরে চেয়ারম্যানের ভাইয়ের হামলায় নারীসহ আহত-৫

নাজিরপুর(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুরে ইউপি নির্বাচনে বিরোধীতার জেরে চেয়ারম্যানের ভাইয়ের নেতৃত্বে তিন দফা হামলা চালিয়ে ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ওই হমালায় মো. নিজাম উদ্দিন হাওলাদর (৬০), পুত্র সোহাগ হাওলাদার (৩০),  শামীম হাওলাদার (২৫), পুত্র বধু মেরিনা বেগম (২৫) ও মাদরাসা শিক্ষক মাহাবুবুর রহমান হাওলাদার (৫৫) আহত হয়েছেন। হামলায় আহত মাহাবুবুর রহমান ও মেরিনা বেগমকে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতলে প্রেরন করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামে ঘটনাটি ঘটেছে। হামলায় আহত সোহাগ হাওলাদার জানান, তাদের পরিবার গত ২১মে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ওই ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হওয়া মো. আতিয়ার রহমান চৌধুরীর বিপক্ষে কাজ করায় তিনি সহ তার ভাইয়েরা আমাদের উপর চরম ভাবে ক্ষিপ্ত হন। নির্বাচন কালীন সময়সহ পরবর্তীতে কয়েক দফা আমাদের উপর হামলার চেষ্টা ও দেখিয়ে দেওয়ার হুমকী দেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে স্থানীয় পশ্চিম বুইচাকাঠী  সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছে আমার নিজ বাড়ির সামনের রাস্তায় দাড়িয়ে থাকা অবস্থায়  চেয়ারম্যানের ছোট ভাই মো. জানে আলম চৌধুরী ঠান্ডু আমার উপর অতর্কিত হামলা চালায়। এ হামলার খবর শুনে পিতা, ছোট ভাই ও স্ত্রী আমাকে রক্ষা করতে গেলে চেয়ারম্যানের অন্য ছোট ভাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপস এর নেতৃত্বে ৭-৮ জনের একটি দল আমাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় আমারা আত্ম রক্ষার্থে নিজ বাড়িতে গিয়ে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে গিয়েও হামলা চালায়। এ সময় ওই হামলায় বাধা দিতে গেলে  আমার মামা মাদরাসা শিক্ষক মো. মাহাবুবুর রহমান হাওলাদারকেও তারা মারধর করে গুরুতর আহত করে।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম তাপস ওই হামলার সাথে নিজেকে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শুভ ওঝা জানান, গুরুতর আহত ২ জনকে পিরোজপুর জেলা হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে নজিরপুর থানার অফিসার ইন চার্জ ওসি মো. আশ্রাফুজ্জামান জানান, ঘটনা শুনেই সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। এ ব্যাপারে কোন অভিযোগ পাই নি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:০৯:৫৭ ● ২৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ