চরফ্যাশনে কিশোর গ্যাং’র ৪সদস্য গ্রেফতার

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে কিশোর গ্যাং’র ৪সদস্য গ্রেফতার
মঙ্গলবার ● ২৭ জুলাই ২০২১


চরফ্যাশনে কিশোর গ্যাং’র ৪সদস্য গ্রেফতার

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

যুগান্তর’র চরফ্যাশন দক্ষিণ (ভোলা) প্রতিনিধি এম আমির হোসেন ও আমার সংবাদ পত্রিকার সাংবাদিক নোমান চৌধুরীর পরিবারের উপর হামলাকারী চার কিশোর গ্যাংদেরকে গ্রেফতার করেছে দুলারহাট থানা পুলিশ। তাদেরকে আটকেরপর ফরিদাবাদ গ্রামবাসীর মধ্যে স্বত্ত্বি ফিরে এসেছে। তাদের বিরুদ্ধে ওই সাংবাদিকের পিতা মো. নুরুল ইসলাম মঙ্গলবার(২৭জুলাই) বাদী হয়ে ১০জনকে আসামী করে দুলারহাট থানা মামলা দায়ের করেন। ওই মামলায় রাতে ৪কিশোর গ্যাং হান্নান(২২) আল আমিন(২৩),হিরন(২৪)ও শরিফ(২৫ কে আটক করে।
মামলা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার ফরিদাবাদ গ্রামের কিশোর গ্যাং এর বিরুদ্ধে গাঁজা ইয়াবা,জোড়পুর্বক উক্ত সংবাদকর্মীদের ভোগ দখলী জমি দখল, এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমসহ নানা অপরাধ নিয়ে উক্ত সংবাদ কর্মীরা সংবাদ প্রকাশ করে। সংবাদ প্রকাশের কিশোর গ্যাং আরো ব্যপরোয়া হয়ে উঠে। এমনকি কয়েক বার সংবাদকর্মীদের পথরোধ করে হত্যার চেষ্টা  করে। দিনের দুপুর দেশীয় অস্ত্র লাঠি-চোঠা নিয়ে মহড়া দেয়।
সাংবাদিক নোমান চৌধুরী নিরাপত্তাহীনতা ভেবে গত ২৪জুলাই দুলারহাট থানা লাঠির মহড়া ছবিসহ সাধারণ ডায়েরি করেন। উক্ত সন্ত্রাসীরা আরো ক্ষিপ্ত হয়ে ডায়েরীর দুদিন পরে সাংবাদিদেরকে পরিবারের উপর সন্ত্রাসী হানিফ, আল আমিনসহ ১২/১৪জ হামলা চালায়। এমনকি তাদের বাড়িঘর ভাংচুর করে। এতে সাংবাদিকের পিতা নুরুল ইসলাম, ছোট ভাই সিরাজুল ইসলাম, বড় ভাই আনোয়ারসহ ৫জনকে পিঠিয়ে গুরুত্বর জখম করে। তাদেরকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মঙ্গলবার(২৭জুলাই) এ ঘটনায় নোমান এর পিতা মো.নুরুল ইসলাম বাদী হয়ে ১০ জন কে আসামীকে দুলারহাট থানায় মামলা দায়ের করেন।
পুলিশ এদের মধ্যে ৪ জন কে গ্রেফতার করে গতকাল মঙ্গলবার(২৭জুলাই)  সকালে  আদালতে সোপর্দ করেছেন। আটকের পর ফেসবুকে সংবাদকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ দুলারহাট থানা ওসি মোহাম্মদ মোরাদকে ধন্যবাদ জানান।
এ ঘটনায় সাংবাদিক নোমানের বাবা বাদী হয়ে ১০ জন আসামী করে দুলারহাট মামলা দায়ের  করেন। মামলা নং ০৬ তারিখ ২৭-০৭-২০২১।
দুলারহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরাদ হোসেন বলেন, সাংবাদিক পরিবারের উপর হামলা কারীদের বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে। ৪জনকে আটক করা হয়েছে। বাকিদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:২২:০৮ ● ২৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ