কোটাালীপাড়ায় প্রেসক্লাব দ্বন্দে দু’গ্রুপে হাতাহাতি

প্রথম পাতা » গণমাধ্যম » কোটাালীপাড়ায় প্রেসক্লাব দ্বন্দে দু’গ্রুপে হাতাহাতি
সোমবার ● ২৮ জুন ২০২১


কোটাালীপাড়ায় প্রেসক্লাব দ্বন্দে দু’গ্রুপে হাতাহাতি

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রেস ক্লব নিয়ে কটুক্তি করায় সাংবাদিকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার উপজেলার ভাঙ্গারহাট তারিমপুর তেলিহাটি বিদ্যালয় সংলগ্ন ব্রীজের উপর এ ঘটনা ঘটে।
এদিকে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত  করতে দুই সাংবাদিককে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বিবরণ থেকে জানাগেছে, কোটালীপাড়া কর্মরত দৈনিক ইনকিলাবের প্রতিনিধি কামরুল হাসান ও দৈনিক জনতার প্রতিনিধি বিষ্ণু ওঝা কোটালীপাড়া উপজেলা প্রেস ক্লাব সম্পর্কে বিভিন্ন রকম অপপ্রচার চালিয়ে আসছিল। এনিয়ে ওইদিন দৈনিক অর্থনীতি পত্রিকার উপজেলা প্রতিনিধি মাহবুব সুলণতানের সাথে ওই দুই সাংবাদিকের কথা কাটাকাটি ও একপর্যায় হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায় স্থানীয় লোকজন এসে পরিস্থিতি শান্ত হয়ে করেন।
এদিকে এঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে রহস্যজনক কারনে বিষ্ণু ওঝা ও কামরুল হাসান কোটালীপাড়া স্বাস্থ্য কজমপ্লেক্সে ভর্তি হন। দৈনিক অর্থনীতি পত্রিকার কোটালীপাড়া প্রতিনিধি মাহবুব সুলতান বলেন, কোটালীপাড়া উপজেলা প্রেস ক্লাব নিয়ে অসৌজন্যমূলক কথাবার্তা বলায় তাদের সাথে আমার কথা কাটাকাটি হয়। কোটালীপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জেমস বাড়ৈ বলেন, সাংবাদিক বিষ্ণু ওঝা ও কামরুল হাসান বিবিন্ন সময় আমাদের ক্লাব নিয় কটুক্তি করে আসছিল। ঘটনার দিন ওই দুই সাংবাদিক ভাঙ্গারহাটে এসে আমাদের ক্লাব নিয়ে আপত্তিকর কথাবার্তা বলায় সেখানে উপস্থিত সাংবাদিক মাহবুব সুলতানের সাথে তাদের কথা কাটাকাটির ঘটনা ঘটে। তাদের হাসপাতালে ভর্তি হওয়ার মতো কোন ঘটনা ঘটেনি।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত কুমার বলেন, ওই দুই সাংবাদিক তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের কথা বলে হাসপাতালে ভর্তি হযেছেন। প্রকৃত পক্ষে তাদের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৯:৫৬ ● ৯৮৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ