কুয়াকাটায় কুকুর ছানা হত্যার অভিযোগ, এলাকাজুড়ে ক্ষোভ

হোম পেজ » লিড নিউজ » কুয়াকাটায় কুকুর ছানা হত্যার অভিযোগ, এলাকাজুড়ে ক্ষোভ
সোমবার ● ২২ ডিসেম্বর ২০২৫


 

কুয়াকাটায় কুকুর ছানা হত্যার অভিযোগ, এলাকাজুড়ে ক্ষোভ

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

কুয়াকাটার লতাচাপলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মম্বিপাড়া (সাধুর ব্রিজ) আশ্রয়ণ এলাকায় দুইটি কুকুরছানাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। এসময় অপর দুটি বাচ্চাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কুকুরছানাগুলো সকালে একটি বাড়ির মুরগির বাচ্চা খাওয়ায় ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত সোনিয়া নামের এক নারী লাঠি দিয়ে পিটিয়ে দুইটি কুকুরছানাকে মেরে ফেলেন। অভিযুক্ত সোনিয়া ওই এলাকার বাসিন্দা আলমগীরের মেয়ে। ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সোনিয়ার প্রতিবেশী ফাতিমা আক্তার বলেন, নিরীহ প্রাণীর ওপর এভাবে নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। অপর আরেক স্থানীয় বাসিন্দা সত্তার হাওলাদার বলেন, মুরগি বাচ্চা খেয়েছে বলেই প্রাণীকে পিটিয়ে মারা- এটা জঘন্যতম এবং অমানবিক। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।

এ বিষয়ে এ্যানিমেল লাভারস অব পটুয়া্খালীর সদস্য কেএম বাচ্চু বলেন, প্রাণীর ওপর এ ধরনের বর্বরতা সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর বার্তা দেয়। আমরা চাই দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক।

অভিযুক্ত সোনিয়া বেগম বলেন, আমার দুটি মুরগির বাচ্চা খেয়ে ফেলায় আমি রাগে কুকুরের দুইটা বাচ্চাকে পিটিয়ে মেরে ফেলেছি। এর আগেও আমার অনেক বাচ্চা খেয়েছে।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওসার হামিদ বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এ প্রসঙ্গে মহিপুর থানার ওসির সাথে কথা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ  ইনচাজ (ওসি) মো.মহব্বত খান বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৭:১৬:৩৪ ● ৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ