
সাগরকন্যা প্রতিবেদক, রাঙ্গাবালী (পটুয়াখালী)
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ঝরে পড়া ও স্কুলবিমুখ শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে কাজ করা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) বাস্তবায়িত ‘স্বপ্নের ঠিকানা’ প্রকল্পের বার্ষিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার পুলঘাট এলাকায় অবস্থিত প্রকল্প কার্যালয়ে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর, কোডেক স্বপ্নের ঠিকানা প্রকল্পের ব্যবস্থাপক রাকিব আহসান, রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন নেছার, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান এবং বেসরকারি সংস্থা ভার্কের উপজেলা সমন্বয়কারী মোহসীন তালুকদার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর অজিত কুমার চক্রবর্তী।
সেমিনারে ঝরে পড়া ও স্কুলবিমুখ শিশুদের জন্য পরিচালিত শিক্ষা কার্যক্রম, সামাজিক উন্নয়ন উদ্যোগ, কমিউনিটি সম্পৃক্ততা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। বক্তারা বলেন, প্রত্যন্ত ও চরাঞ্চলের শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে ‘স্বপ্নের ঠিকানা’ প্রকল্পটি কার্যকর ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পের আওতায় বর্তমানে চারটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পরিচালিত হচ্ছে। এসব বিদ্যালয়ে সাধারণ শিক্ষার পাশাপাশি জীবনদক্ষতা ও নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞা বলেন, সরকার ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
সেমিনারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।