
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ নেছারাবাদের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও স্থানীয় সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।
নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার অমিত দত্ত সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু সাঈদ, যিনি নেছারাবাদ উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার হিসেবেও কর্মরত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন নেছারাবাদ সেনাক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আল আরাফ, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহেবুবা, নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান, স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন তালুকদার, পৌর বিএনপির সভাপতি কাজী মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মইনুল হাসান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. আব্দুর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন, শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ মো. মাসুম কামাল হাওলাদার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আতিকুল ইসলাম লিটু ও স্থানীয় মুক্তিযোদ্ধা মো. রাজু আহম্মেদ।
এদিন জেলা প্রশাসক আবু সাঈদ নেছারাবাদ উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র, ভূমি অফিস, বিসিক শিল্প নগরী ও ফজিলা রহমান মহিলা কলেজ পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।