রামপালে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

হোম পেজ » খুলনা » রামপালে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
মঙ্গলবার ● ২৩ ডিসেম্বর ২০২৫


 

রামপালে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের রামপাল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজন ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলের দিকে উপজেলার বাশতলী ইউনিয়নের তালবুনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ইসলামবাদ গ্রামের মৃত ইনসান সরদারের ছেলে রেজাউল সরদার (৪৫)-কে অবৈধ বালু উত্তোলনের দায়ে অভিযুক্ত করা হয়। তিনি একটি ড্রেজার মেশিনের মালিক বলে জানায় প্রশাসন।

রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তালবুনিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রেজাউল সরদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অর্থদণ্ডের টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

তিনি আরও বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে। এ বিষয়ে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০:৪১:০৩ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ