
মো. রুহুল আমিন, সাগরকন্যা প্রতিবেদক
ছারছীনা শরীফের পীর সাহেব ও আমীরে হিযবুল্লাহ আলহাজ হযরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন, রাষ্ট্রের শাসনভার এমন যোগ্য ব্যক্তির হাতে থাকা উচিত, যিনি দেশ ও ইসলামের মর্যাদা রক্ষা করতে সক্ষম। তিনি বলেন, যার কাছে দেশ ও ইসলাম নিরাপদ, আল্লাহ পাক যেন এই দেশের শাসনভার তাঁর হাতেই ন্যস্ত করেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় জমইয়াতে হিযবুল্লাহর আয়োজনে ছোট টেংরা খানকাস্থ ছালেহীয়া দ্বীনিয়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ২৭তম বার্ষিক ঈসালে সওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পীর সাহেব তাঁর বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যক্তি জীবনে নৈতিকতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ইসলামের সুশীতল ছায়াতলে দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই সকল নেতৃত্বের প্রধান লক্ষ্য হওয়া উচিত।
পাথরঘাটা উপজেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি আলহাজ মোহাম্মদ তোহা কাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আরও বক্তব্য দেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ হযরত মাওলানা শাহ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সংগঠনিক সম্পাদক মাওলানা হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারীয়া দ্বীনিয়ার নায়েবে মুদীর মাওলানা মো. মামুনুল হক এবং পীর সাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদসহ অন্যান্যরা।