কলাপাড়ায় আনিপাড়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় আনিপাড়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন
সোমবার ● ২২ ডিসেম্বর ২০২৫


 

কলাপাড়ায় আনিপাড়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের আনিপাড়া খালের দেড় কিলোমিটার দৈর্ঘ্যের পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে আনিপাড়া খালের পুনঃখনন কাজ উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ।

উদ্বোধনের আগে উত্তর-পূর্ব আনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও কাউছার হামিদ। তিনি বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী বিএডিসির নির্বাহী প্রকৌশলী জগন্নাথ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন ও চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন আব্দুল ছালাম তালুকদার, ইঞ্জিনিয়ার মো. ইয়াকুব হোসেন, মো. মামুন সিকদার ও তারেক আনাম সুমন তালুকদার। সঞ্চালনা করেন কলাপাড়া বিএডিসির প্রকৌশলী সৈয়দ মোহাইমিনুল ইসলাম।

স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা জানিয়েছেন, দীর্ঘদিন পর খাল পুনঃখননের উদ্যোগ নেওয়ায় এলাকাবাসী উপকৃত হবে এবং কৃষি ও সেচ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

বাংলাদেশ সময়: ১৮:৫৪:১৯ ● ২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ